শিরোমণি চক্ষু হাসপাতালে রোগী সেজে ব্যাটারী চালিত ভ্যান চুরি
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খানজাহান আলী থানাধীন শিরোমণি চক্ষু হাসপাতালে গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় রোগী সেজে অভিনব কায়দায় ভ্যান চুরির ঘটনা ঘটেছে। সকাল সাড়ে ১১টায় শিরোমণি লিন্ডা ক্লিনিকের সামনে থেকে রোগীর বেশে যাত্রী সেজে ভ্যান চালক সিদ্দিপাশা সোনাতলা এলাকার ইলিয়াজ শেখের ছেলে আব্দুল্লাহ (২২) এর ভ্যানে দুই যুবক চক্ষু হাসপাতালে আসে। এরপর হাসপাতালের ভিতরে তাকে একটি ¯িøপ ধরিয়ে ওয়েটিং রুমে বসতে বলে। প্রায় ১০ মিনিট অপেক্ষা করার পর রোগীদেরকে না পেয়ে বাইরে এসে দেখতে পায় তার ভ্যানটি নাই। এ ব্যাপারে ভুক্তভোগী আব্দুল্লাহ্ খানজাহান আলী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে এই চক্রটি খানজাহান আলী থানা এলাকায় যাত্রীবেশে ভ্যান, রিক্সা, ইজিবাইক অভিনব কায়দায় চুরিকরে আসছে।
খানজাহান আলী থানা অফিসার্স ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম বলেন, ভ্যান চালক আব্দুল্লাহর চুরি হয়ে যাওয়া ভ্যানটি উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।