শিরোমণি আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা
খানজাহান আলী থানা প্রতিনিধি
খুলনার শিরোমণি ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা ২০১৯ গতকাল শনিবার শিরোমণি আর্মড পুলিশ ব্যাটালিয়ানের মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যদের ঐতিহ্যবাহী বালিশ যুদ্ধ খেলার পাশাপাশি তাদের পরিবারের সদস্য ও আমন্ত্রীত অতিথিদের জন্য প্রায় ২৫টি বিভিন্ন আর্কষনিয় ইভেন্টের খেলাধুলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার মুহম্মদ শহীদুল্যাহ্ চৌধুরী পিপিএম।
এ সময় উপস্থিত ছিলেন ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহ-অধিনায়ক(পুলিশ সুপার) মো. সাজ্জাদুর রহমান রাসেল, পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, ৩ এপিবিএন খুলনার এএসপি (বিকিউএম) গোপীনাথ কানজিলাল। অনুষ্ঠানে আর্মড পুলিশ ব্যাটালিয়ানের উচ্চ পদস্থ কর্মকর্তা-কর্মচারী, বাহিনীর সদস্য সহ সুধি সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করার পর বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।