শিরোমণিতে ৩ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
ঐতিহ্যবাহী শিরোমণি প্রগতি যুব পর্ষদের উদ্যোগে ৩দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল শনিবার উওর শিরোমণি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় অনুষ্ঠানের সমাপনী দিনে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শেখ দাউদ হায়দার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলতলা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন। প্রগতি যুব পর্ষদের সভাপতি শেখ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ হাবিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে সন্মানীত অতিথি ছিলেন বারাকপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গাজী জাকির হোসেন।
আমন্ত্রিত অতিথি ছিলেন জাতীয় পাটি খুলনা জেলা সাংগঠনিক সম্পাদক সাইদ আলম মোড়ল, বিশেষ অতিথি ছিলেন শ্রমিক লীগ উওরের সভাপতি আলহাজ্ব শেখ আনছার আলী, বীর মুক্তিযোদ্ধা স.ম রেজওয়ান আলী খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র সভাপতি শেখ বদর উদ্দিন, শ্রমিক নেতা শেখ জাকারিয়া, মানস কুমার ঢালী, আম্বিয়া বেগম, মোঃ বাবুল হোসেন, মোঃ আঃ আলী, মোঃ জাকির হোসেন প্রমুখ। ক্রীড়া পরিচালনায় ছিলেন জাতীয় ক্রীড়াবিদ শেখ মুজিবুর রহমান মুন্না।