শিরোমণিতে মেসার্সমা আমেনা ব্যাটারী হাউজের ১০ লক্ষ টাকার ব্যাটারী চুরি
খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ খানজাহান আলী থানাধীন শিরোমণি লিন্ডা ক্লিনিকের উত্তর পাশ্বেমেসার্স মা আমেনা ব্যাটারী হাউজে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। বৃহ:বার দিন গত রাত্রে যে কোন সময় এঘটনা ঘটে বলে জানান মেসার্সমা আমেনা ব্যাটারী হাউজের সত্ত¡াধীকারী মোঃ রুহুল আমিন। তিনি বলেন আমার ছোট ভাই মোঃ রসুল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে দোকানে তালা লাগিয়ে বাড়িতে যায়,প্রতি দিনের মত শুক্রবার সকাল ৬টার সময় আমার ভাই আলামিন ও রসুল দোকান খুলতে এসে দেখে দোকানের সাটার খোলা, দোকানে তালা লাগানো নেই, তিনি বলেন চোরেরা কৌশলে তালা খুলে ইজিবাইক ও ভ্যানের ৩৫ সেট ব্যাটারী ও ভ্যানের চ্যাসিস, ফ্রেম সহ আনুষাঙ্গিক মালামাল চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ১০ লক্ষ টাকা। খানজাহান আলী থানার এস আই মোঃ সওকত হোসেন জানান খবর পাওয়ার পর পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে , বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে, এ ঘটনায় খানজাহান আলী থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।