শিরোমণিতে মায়ের মৃত্যুর শোকে মেয়ের মৃত্যু
খানজাহান আলী থানা প্রতিনিধি
শিরোমণি উত্তরপাড়ার ময়ের মৃত্যুর খবরে শোকে আধাঘন্টা ব্যবধানে মেয়ের
মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয়রা জানান, শিরোমণি উত্তরপাড়ার মৃত আ. বারীর
স্ত্রী মেরী বেগম (৭৫) শুত্রবার দুপুর সাড়ে ১২টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
মা মেরী বেগমের মৃত্যুর খবর শুনে তার মেয়ে জবেদা বেগম (৪৫) আধাঘন্টার মধ্যে
শোকে হার্ট এ্যাটাক করে মৃত্যুবরণ করে।
গতকাল শনিবার যোহরবাদ শিরোমণি উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালযের
মাঠ প্রাঙ্গনে দু’জনের জানাযা শেষে পরিবারিক কবরস্থানে দাফন করা হয়। এই
ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গত কয়েক মাস আগে এই
বাড়ীতে পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু হয়।