শিরোমণিতে ভ্রাম্যমান আদালতে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা
খানজাহান আলী থানা প্রতিনিধি
নগরীর খানজাহান আলী থানাধীন শিরোমণি বাজারে গতকাল বৃহস্পতিবার ভ্রাম্যমান আদালতের অভিযানে পাঁচ প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করেন। এ সময় ভ্রাম্যমান আদালতের খবর পেয়ে বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়। বেলা ১২টায় প্রথম দফার অভিযানে শিরোমণি বাজারের মাশাল্লাহ স্টোরে মেয়াদ উত্তির্ণ পন্য পাওয়ায় প্রতিষ্ঠানকে দুই হাজার টাকা, আব্দুল্লাহ ট্রেডার্সে ৫ হাজার টাকা এবং জিহাদ ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে। অভিযানের খবর পেয়ে দোকানপাট বন্ধ হয়ে যায়।
পরে বিকাল ৪টায় পুনরায় অভিযান পরিচালিত হয় এ সময় মেহেদী স্টোরকে ১ হাজার টাকা এবং ইসতিয়াক স্টোরকে ১ হাজার টাকা জরিমানা আদায় করেন। এছাড়া তিনি শিরোমণি বাজারের মুরগী পট্টী, মাংশ পট্টি, মাছ বাজার, কাঁচা বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালান। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন খুলনা জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা ইভা।