শিরোমণিতে দিনে-দুপুরে চুরির চেষ্টাকালে চোর আটক
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খানজাহান আলী থানাধিন শিরোমণি তেঁতুলতলা রোডের ইঞ্জিনিয়ার মৃত আবুল হোসেনের তিনতলা বাড়ীর দ্বিতীয় তলার ভাড়াটিয়া সেনা সদস্য (সিভিল) আলতাফ হোসেনের রুমে দিনদুপুরে চুরির সময় হাতে নাতে চোর আটক হয়েছে। গতকাল সোমবার বেলা ১টায় আলতাফ হোসেনের স্ত্রী রুমে তালা দিয়ে পাশ্ববর্তি ফ্লাটে গিয়েছিলেন, সুযোগ বুঝে চোর দিঘলিয়ার কলেজ গেট এলাকার আব্দুস সত্তারের পুত্র রাজ ু(২৪) তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে, এসময় আলতাফ হোসেনের স্ত্রী শব্দপেয়ে রুমের সামনে এসে দেখে তালা ভাঙ্গা, এসময় তার আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে চোরকে ধরে রেখে থানায় খবর দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে।