শিরোমণিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইজিবাইক চালক আহত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
নগরীর খানজাহান আলী থানাধীন শিরোমণি দক্ষিণপাড়া কালভার্ট মোড়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইজিবাইক চালক বাবুল আক্তার (৪৯) কে পিটিয়ে আহত করেছে একই এলাকার সাবেক ইউপি সদস্য কওসারের ছেলে সুমন। গত শুক্রবার দুপুরে ইজিবাইক সাইড দেয়াকে কেন্দ্র করে হামলায় আহত বাবুলের ছেলে আব্দুল মালেক (২২) এর সাথে কথা কাটা কাটি হয়।
ঐ দিনই স্থানীয় ইউপি সদস্য শেখ আব্দুস সালাম সন্ধায় দু’পক্ষকে নিয়ে বিষয়টি মিমাংসা করে দিলেও সন্ধা ৭টার দিকে শিরোমণি দক্ষিণ পাড়া কালভার্ট মোড়ে কওসার মেম্বারের ছেলে সুমন শেখ অজ্ঞাত ৩/৪ জন সন্ত্রাসীদেরকে নিয়ে শিরোমণি ফকির বাড়ী ওদুদ ফকিরের ছেলে বাবুল আক্তার (৪৯) কে এলোপাতাড়ীভাবে পিটিয়ে গুরুতর আহত করে। বাবুল আক্তারের আত্বচিৎকারে তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্র্তি করে।
ঘটনা সত্যতা স্বীকার করে খানজাহান আলী থানার ওসি (তদন্ত) মোঃ কবির হোসেন বলেন, এ ব্যাপারে থানায় অভিযোগ হয়েছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। এলাকাবাসী জানায় পূর্বেও এধরনের ঘটনা একাধিকবার ঘটিয়েছে।