শিরোমণিতে ট্রেন-ইজিবাইক সংঘর্ষে নিহত নানী-নাতনীর জানাজা সম্পন্ন
আহত নারী কনস্টেবলকে ঢাকায় প্রেরণ
দ: প্রতিবেদক
শিরোমণি মাধ্যমিক বিদ্যালয়ের পাশ্বেগত শুক্রবার রেল লাইন পার হওয়ার সময় ইজিবাইক ট্রেন সংঘর্ষে ঘটনাস্থলে নিহত শিরোমণি পশ্চিম পাড়া সবুরের স্ত্রী সালমা (৪০) ও হাসপাতালে নিহত কেএমপি দৌলতপুর থানার নারী কনসটেবল সাথী বেগমের মেয়ে আফরিনা (২) নামাজের জানাজা গতকাল শনিবার সকাল ১০টায় শিরোমণি পশ্চিমপাড়া ঈদগাহ্ ময়দানে অনুষ্ঠিত হয়।
জানাজায় উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, ১নং আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, মুন্সি মঈনূল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, ইউপি সদস্য নবীরুল ইসলাম রাজা, শেখ আব্দুস সালাম,সাবেক ইউপি সদস্য আলহাজ্ব শেখ মফিজুর রহমান, শিরোমণি তরুণ সংঘের সভাপতি শেখ তরিকুল ইসলাম,শিরোমণি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক শেখ আজিজুর রহমান, সাংবাদিক গাজী মাকুল উদ্দীন ও সাইফুল্লাহ তারেক, জুট স্পিনার্সসিবিএ নেতা সহিদুল ইসলাম, সিবিএ নেতা শেখ আবুল কালাম আজাদ, শেখ মেহেদী হাসান, শেখ আব্দুল হালিম, শেখ সেলিম, জানাজায় ইমামতি করেন হাফেজ মোঃ ওমর ফারুক।
ইজিবাইক ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত কেএমপি নারী কনস্টেবল রেশমা (সাথী) বেগমের শারীরীক অবস্থার অবনতী হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং গুরুতর আহত শিরোমণি পশ্চিম পাড়ার আলম শেখের স্ত্রী সাহানারা বেগম (৩৫) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের মাতম বিরাজ করছে। এ ধরণের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে দুর্ঘটনা কবলিত স্থানে অতি দ্রæত গেটম্যান ও ট্রেন লাইনের উভয় পাশ্বে দুইটি গতিরোধক দেয়ার জন্য এলাকাবাসী জোর দাবী জানিয়েছেন।