শিরোমণিতে চুরির হিড়িক : অবশেষে চোর আটক
ফুলবাড়ীগেট প্রতিনিধি
শিরোমণি দক্ষিণপাড়ায় দীর্ঘদিন ধরে একের পর এক চুরির ঘটনা ঘটে চলেছে। এতে সাধারণ মানুষ অতিষ্ট হয়ে পড়ায় স্থানীয় ইউপি সদস্য শেখ আব্দুস সালামের উদ্যোগে এলাকায় আইনশৃংখলা বিষয়ক উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত মোতাবেক এলাকায় সাধারণ মানুষের পাহারা এবং নিয়মিত পুলিশি টহল জোরদার করা হয়।
গত শুক্রবার রাত ২টায় দঃপাড়ায় ইমরানের বাড়ীতে চুরি করে চোর মুদি দোকানি আবুল হাসেমের দোকানে চুরি করতে ঢুকলে সাটার ভাঙ্গার শব্দ পেয়ে পাহারারত গ্রামবাসী চোরকে হাতেনাতে ধরে ফেলে। আটককৃত চোর খালিশপুরের কাশিপুর এলাকার মোকসেদ মোল্যার পুত্র এনায়েত মোল্যা (৪৫), স্থানীয়রা তাকে গণধোলাই দেয়। খবর পেয়ে খানজাহান আলী থানা পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
খানজাহান আলী থানা অফিসার্স ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম বলেন, আটক চোর এনায়েত স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় এলাকায় একের পর এক চুরির ঘটনা ঘটাচ্ছে বলে অভিযোগ রয়েছে। এলাকার চুরির প্রতিরোধে গতমাসে স্থানীয়দের সচেতনতা বৃদ্ধির লক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় এলাকাবাসি চোরকে আটক করতে সক্ষম হয়।