শিগগিরই ই-ট্যুরিস্ট ভিসা চালু করবে ভারত
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছেন, ভারত মেডিক্যাল ভিসা চালু করেছে। খুব শিগগিরই ই-ট্যুরিস্ট ভিসা চালু করা হবে।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) ভারতের মিন্ট পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হর্ষ বর্ধন জানান, করোনা মহামারির পরিপ্রেক্ষিতে মেডিক্যাল ভিসা চালু হয়েছে। এখন পুনরায় ই-ট্যুরিস্ট ভিসা চালু করার পরিলকল্পনা নেওয়া হয়েছে।
তিনি জানান, ভারত বিশ্বের মধ্যে জনপ্রিয় ট্যুরিস্ট স্পট হয়ে উঠেছে। এছাড়া গত কয়েক বছর মেডিক্যাল ট্যুরিজমেও ভারত এগিয়ে চলেছে।
করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে বর্তমানে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা বন্ধ রয়েছে। তবে মেডিক্যাল, বিজনেসসহ অন্য সব ক্যাটাগরির ভিসা চালু রয়েছে।