November 30, 2024
আঞ্চলিকবিজ্ঞপ্তিলেটেস্টশীর্ষ সংবাদ

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে নগর ইসলামী আন্দোলনের মানববন্ধন

খবর বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও খুলনা মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহ বলেছেন, মহামারি করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের শিক্ষাব্যবস্থা। শিক্ষার সঙ্গে জড়িত সবকিছুতেই বিপর্যয় নেমে এসেছে। লাগাতার ১৬ মাস ধরে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় বন্ধ। মাঝখানে কিছুদিন কওমি মাদ্রাসা চালু থাকলেও আবারো তা বন্ধ করে দেয়া হয়েছে। আলিয়া মাদরাসাও খোলেনি। স্কুল, কলেজ ও আলিয়া মাদ্রাসার সকল ধরণের পরীক্ষা বন্ধ। গত বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অটো পাস দেয়া হয়েছে। এ বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা এখনো হয়নি। পরীক্ষা হবে কি না, তাও স্পষ্ট নয়। শিক্ষার্থীরা পড়ার টেবিল ছেড়ে এবারও অটো পাসের অপেক্ষায়।
বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ দলীয় কার্যালয়ের সমানে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার উদ্যোগে কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবন রক্ষার্থে অবিলম্বে সবধরণের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া ও উপকূলের স্থায়ী টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবীতে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসলামী আন্দোলনের জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরানের সভাপতিত্বে ও নগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন নগর সহ-সভাপতি মুফতী মাহবুবুর রহমান, জেলা সহ-সভাপতি মাওলানা মুজিবার রহমান, শেখ হাসান ওবায়দুল করিম, জেলা সেক্রেটারী হাফেজ আসাদুল্লাহ গালিব, মাওঃ ইমরান হোসাইন, মোঃ শফিকুল ইসলাম, মাওলানা মাহবুব আলম, মোঃ সাইফুল ইসলাম, আব্দুল্লাহ আল নোমান, মুফতি আশরাফুল ইসলাম, মোঃ শরিফুল ইসলাম, আলহাজ্ব মোঃ মোমিনুল ইসলাম, মোল্লা রবিউল ইসলাম তুষার, মুফতী আমিরুল ইসলাম, আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন, মুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, মাওলানা হারুন অর রশিদ, আলহাজ্ব সরোয়ার হোসেন বন্দ, আলহাজ্ব আব্দুস সালাম, মাওঃ হাফিজুর রহমান, মোঃ শফিউল ইসলাম, মাওঃ নিজামউদ্দিন মল্লিক, আলহাজ্ব জাহিদুল ইসলাম, যুবনেতা আলহাজ্ব আবুল কাশেম, মোঃ মেহেদী হাসান, মাওলানা ফজলুল করিম প্রমুখ।
সভাপতির বক্তব্যে মাওলানা আব্দুল্লাহ ইমরান বলেন, খুলনা উপকূলের টেকসই বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে উপকূল এলাকার মানুষের ঝুঁকিপূর্ণ জীবনযাপন হতে রক্ষা করে তাদের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করার জোর দাবী জানান।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *