শিক্ষার মান উন্নয়নে শিক্ষকসহ সংশ্লিষ্টদের এগিয়ে আসতে হবে – শ্রম প্রতিমন্ত্রী
তথ্য বিবরণী
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, সরকার শিক্ষাকে সবোর্চ্চ গুরুত্ব দিয়ে এর অবকাঠামোসহ অন্যান্য উন্নয়ন করে যাচ্ছে। শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থীসহ শিক্ষার সাথে জড়িত সংশ্লিষ্টদের এগিয়ে আসতে হবে। সব কিছু সরকারের একার পক্ষে সম্ভব নয়।
তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে খুলনার দৌলতপুর সরকারি বিএল কলেজের শিক্ষার্থীদের অর্থায়নে প্রায় ৮৪ লাখ টাকা ব্যয়ে নতুন দুইটি বাস ও নতুন গ্যারেজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষকদের শ্রেণিকক্ষে পাঠদানে আরো আন্তরিক হতে হবে। মেধাবী শিক্ষার্থীরা দেশকে আরো সামনে এগিয়ে নেবে। শিক্ষার্থীকে বিশ^মানের শিক্ষা, জ্ঞান ও তথ্যপ্রযুক্তিতে দক্ষ হতে হবে। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছের। ভিশন ২০২১, ২০৪১ এবং ২১০০ এর ডেল্টা প্লান নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামনে এগিয়ে যাচ্ছেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, সস্ত্রাস, মাদক ও দুর্নীতি থেকে দূরে থাকতে হবে। শিক্ষার্থীদের সুশিক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদকের মতো ভয়াবহ সমস্যা থেকে তাদের দূরে রাখার ক্ষেত্রেও শিক্ষকদের দায়বদ্ধতা রয়েছে।
সরকারি বিএল কলেজের অধ্যক্ষ প্রফেসর কে এম আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপাধ্যক্ষ প্রফেসর শরীফ আতিকুজ্জামান, কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোঃ হাফিজুর রহমান, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম আসাদুজ্জামান রাসেল, কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ রাকিব মোড়ল এবং সাধারণ সম্পাদক নিশাত ফেরদৌস অনি। এর আগে প্রতিমন্ত্রী প্রায় ৮৪ লাখ টাকা ব্যয়ে নতুন দুইটি বাসের উদ্বোধন করেন।