শিক্ষার্থীদের সাথে সাংসদ বাবু’র মতবিনিময়
খবর বিজ্ঞপ্তি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে পাইকগাছা-কয়রাসহ বিভিন্ন এলাকার শিক্ষার্থীদের সাথে মত বিনিময় সভা করেছেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য আকতারুজ্জামান বাবু। শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ক্যাফেটোরিয়ার টিচার্স লাউঞ্জে ঢাকাস্থ পাইকগাছা ছাত্রকল্যাণ সংস্থা আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি অংশ নেন। টানা ৩ ঘন্টা ব্যাপী আলোচনা সভায় তিনি শিক্ষার্থীদের বক্তব্য মনযোগ সহকারে শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।
ঢাকাস্থ পাইকগাছা ছাত্রকল্যাণ সংস্থা আয়োজিত এ মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও সহকারী প্রোক্টর মহিউদ্দিন মাহী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক কর্মকর্তা শেখ আয়ুব আলী, বিশিষ্ট ব্যাবসায়ী জিএম মোরশেদ বাওয়ালী,শফিকুল ইসলাম, সাবেক ছাত্রনেতা ও ঢাকাস্থ পাইকগাছা ছাত্র কল্যান সংস্থার উপদেষ্টা মণ্ডলীর সদস্য শেখ ফরহাদ উজ্জমান তুষার, কেন্দ্রীয় ছাত্রলীগের খুলনা বিভাগীয় সম্বনয়ক সৈকাতুজ্জামান সৈকত, লেখক ভট্টাচার্য, ছাত্রলীগ নেতা হাফিজুর রহমান হাফিজ, এ এইচ এম কামাল, নাজমুল হোসেন, আফি আজাদ বান্টি, ঢাকাস্থ পাইকগাছা ছাত্রল্যাণ সংস্থার সভাপতি শেখ হার“ন অর রশিদ, সাধারন সম্পাদক শেখ তৌফিকুর রহমান ওরিন, ঢাকাস্থ কয়রা ছাত্রকল্যানের সভাপতি মোঃ শামিম ওসমান, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম সজিব, ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতি (সুন্দরবন)’র সাবেক সভাপতি ও সাবেক ছাত্রনেতা হাফিজুর রহমান হাফিজ, সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ, সাধারণ সম্পাদক শাহ শামসিল আরেফিন রিয়েল, ছাত্রনেতা মাসরিক মিশু, মুহিতুল মুন, ইমি আক্তার, সোনালী আক্তার, বাপ্পি, রায়হান, সেলিম প্রমুখ।