শিক্ষার্থীদের আদর্শবান মানুষ হয়ে উঠতে হবে : হুইপ পঞ্চানন
বটিয়াঘাটা প্রতিনিধি
জাতীয় সংসদের হুইপ, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি পঞ্চানন বিশ্বাস এমপি বলেছেন, শুধুমাত্র বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন হলেই লেখাপড়ার প্রভ’ত উন্নয়ন হয় সেঠা ঠিক না। আবার ভালো রেজাল্ট করলেই যে ভালো হবে এমনটিও নয়। ভালো রেজাল্টের পাশাপাশি শিক্ষার্থীদের আদর্শিক গুণাবলীতে গুনান্বিত হয়ে আদর্শবান মানুষ হয়ে উঠতে হবে। তাহলেই প্রতিযোগিতামূলক চাকুরীর বাজার সহ সকল ক্ষেত্রে টিকে থেকে দেশ ও দশের সেবামূলক কাজে মনোনিবেশ করা যাবে। শুধু তাই নয় বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলার উপর গুরুত্বারোপ করেছেন। পাঠ্য বই নিয়ে শিক্ষার্থীদের আর এখন বিড়ম্বনায় পড়তে হয় না।
তিনি গতকাল বৃহস্পতিবার বিকাল ৩ টায় বটিয়াঘাটার হোগলবুনিয়া হাটবাটী মাধ্যমিক বিদ্যালয়ের ৪৭তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আ’লীগ নেতা মানষ পাল এর সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক অন্নদা শংকর রায় ও শরীরচর্চা শিক্ষক অংশুপতি মল্লিক এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ণ চন্দ্র মন্ডল, সাবেক সভাপতি প্রশান্ত বিশ্বাস, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাবেক সভাপতি ও যুবলীগনেতা অনুপম বিশ্বাস, বীরমুক্তিযোদ্ধা নিরঞ্জন রায় এবং হুইপ এর এপিএস পবিত্র মিস্ত্রী অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, উপজেলা আ’লীগের সাবেক সম্পাদক রবীন্দ্রনাথ ঢালী, এসএমসির সদস্য বিজন বৈরাগী, হিমাদ্রী শেখর বিশ্বাস, বিপন্ন গাইন, ভবেশ মন্ডল, রুহিদাস বাওয়ালী, অসরী রানী মন্ডল, আ’লীগনেতা মৃন্ময় পাল, এ্যাড. অশোক বৈরাগী, সাবেক উইপি সদস্য খোকন মল্লিক, মিলন বৈরাগী সহকারী প্রধান শিক্ষক সুজিত কুমার রায়, সহকারী শিক্ষক যথাক্রমে ব্রজ বিনোদ হালদার, মহানন্দ মিস্ত্রী, সঞ্জয় কুমার বাছাড়, জয়ন্ত বৈরাগী, মানষ কুমার বিশ্বাস, ফণিছাতুন্নেছা, কাকলী মহালদার, ভানেছা খাতুন, দিলীপ ঢালী, সঞ্জয় কুমার বাছাড়, মল্লিকা মল্লিক, গোলক বিশ্বাস, ইউপি সদস্য রবীন্দ্রনাথ বৈরাগী, রমা রানী মন্ডল, বিজয় কৃষ্ণ বৈরাগী, যুবলীগনেতা ইন্দ্রজিৎ রায়, কমোলেশ ঢালী, বিদ্যুৎ কুমার বাছাড়, ডাঃ প্রবীর বিশ্বাস,নির্মল কুমার রায়, ডাঃ হেমন্ত মন্ডল, অমিতাভ মন্ডল, অর্চনা বাওয়ালীসহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অভিবাবকমন্ডলী। পরে প্রধান অতিথি মেধাবী ও বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এছাড়াও তিনি বিদ্যালয় প্রাঙ্গনে বঙ্গবন্ধু পুষ্প কাননে বৃক্ষ রোপনের মাধ্যমে কাননটি উদ্ভোধন করেন।