শিক্ষামন্ত্রী খুলনা আসছেন আজ
তথ্য বিবরণী
শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি একদিনের সফরে আজ ৪ এপ্রিল খুলনা আসছেন। সফরসূচি অনুযায়ী মন্ত্রী আগামীকাল সকাল নয়টায় খুলনা গণহত্যা মিউজিয়াম পরিদর্শন, সকাল ১০টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগদান, সকাল ১১টায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে, দুপুর সাড়ে ১২টায় মিলিটারি কলেজিয়েটে কলেজের অনুষ্ঠানে, বেলা পৌনে তিনটায় রহমানিয়া এলিমেন্টারি স্কুলের অনুষ্ঠানে এবং বিকেল সাড়ে চারটায় শান্তিবালা সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করবেন। পরে মন্ত্রী যশোরের উদ্দেশে খুলনা ত্যাগ করবেন।