শিকাগোতে সহিংসতায় নিহত ২, গ্রেফতার ৬০
যুক্তরাষ্ট্রে চলমান বর্ণবাদবিরোধী বিক্ষোভের সময় সহিংসতায় শিকাগোর সিসেরো শহরতলিতে অন্তত দুই ব্যক্তি নিহত হয়েছেন। এসময় অন্তত ৬০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২ জুন) সংবাদমাধ্যম এনবিসি শিকাগো এ তথ্য জানায়।
সোমবার (১ জুন) শহরজুড়ে দোকানপাটে লুটতরাজের ঘটনা ঘটেছে। এসময় বিভিন্ন জায়গায় লুটেরাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।
সিসেরো পুলিশ কর্মকর্তারা জানায়, সোমবার সড়কে দায়িত্ব পালন করেছেন শতাধিক পুলিশ সদস্য। স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাহায্য করতে কাজ করেছেন কুক কাউন্টি শেরিফের অফিস এবং ইলিনোই স্টেট পুলিশের আরও প্রায় ১২০ সদস্য।
বিক্ষোভ-সহিংসতা সত্ত্বেও কারফিউ জারি করছে না সিসেরো কর্তৃপক্ষ।