January 21, 2025
জাতীয়

শাহ এএমএস কিবরিয়ার ১৫তম মৃত্যুবার্ষিকী আজ

দক্ষিণাঞ্চল ডেস্ক

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ১৫তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৫ সালের ওই দিনে তিনি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে ঈদ পরবর্তী এক জনসভায় গ্রেনেড হামলায় নির্মমভাবে নিহত হন। সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ১৫তম মৃতুবার্ষিকী উপলক্ষে ঢাকা ও হবিগঞ্জে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে, আজ ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শোক র‌্যালি, দোয়া মাহফিল ও আলোচনা সভা। পৃথকভাবে এ কর্মসূচিগুলো পালন করবে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন এবং কিবরিয়া স্মৃতি সংসদ। এছাড়া ঢাকার বনানীতে অবস্থিত মরহুমের কবরে সকাল ১১টায় পুস্পস্তবক অর্পণ করবে কিবরিয়া পরিবার।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *