শাহ আমানতে ৫ হাজার ইয়াবাসহ যাত্রী আটক
দক্ষিণাঞ্চল ডেস্ক
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর এলাকায় পাঁচ হাজার ইয়াবাসহ আরব আমিরাতগামী এক যাত্রীকে আটক করা হয়েছে। গতকাল শনিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে বিমান বন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের নিয়মিত তলাশীতে আটক হন গ্রেপ্তার মো. সোহেল (৩০)। ফটিকছড়ির বাসিন্দা সোহেলের এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে শারজা যাওয়ার কথা ছিল।
বিমান বন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, বিকালে টার্মিনালের বাইরে নিয়মিত তলাশী চলাকালে সন্দেহ হলে আনসার সদস্যরা সোহেলের সঙ্গে থাকা হাত ব্যাগটি খোলে। ওই ব্যাগে বিভিন্নভাবে প্যাকেট করা মোট পাঁচ হাজার ১০টি ইয়াবা পাওয়া গেছে। এসব ইয়াবা নিয়ে সোহেল শারজা যাচ্ছিল।