শাহ্পুর সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ডুমুরিয়া প্রতিনিধি
বর্ণঢ্য আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল বুধবার শাহ্পুর বালিক সরকারি প্রা: বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান খান মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। দুই পর্বে বিভক্ত অনুষ্ঠান মালা প্রথম পর্বে ক্রীড়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়। ক্রীড়ানুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ২নং রঘুনাথপুর শাখা আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান খান শাকুর উদ্দীন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সহ-সভাপতি খান খোরশেদ আলম, ডুমুরিয়া উপজেলা আ’লীগের সদস্য সরদার মাহমুদ আরী, রঘুনাথপুর ইউপি আ’লীগের যুগ্ম-সম্পাদক মেসবাহুল আলম টুটুল, ইউপি সদস্য মো: ইলতুত খান, মহিলা সদস্যা আর্জিনা বেগম, ২নং রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির সধারণ সম্পাদক আল-আমিন বিশ্বাস, ২নং রঘুনাথপুর ইফপির ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এ কে এম জাফর ইকবাল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষিকা রিনা হালদার, বিউটি খাতুন, ইসানুর সরদার, কামরুন্নাহার, কমলা বেগম, আলমগীর হোসেন রায়ভী। ক্রীড়ানুষ্ঠান পরিচালনা করে মুফাজ্জেল হোসেন। সার্বিক অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক ইউপি সদস্য গাজী আফসার উদ্দীন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে কবিতা আবৃত্তি ও নিত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়। বহিরাগতদের জন্য ঝুড়ীতে বল নিক্ষেপ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।