শাহজালালে ৪৮ সোনার বারসহ চীনা নাগরিক আটক
দক্ষিণাঞ্চল ডেস্ক
রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৮টি সোনার বারসহ চীনের এক নাগরিককে আটক করা হয়েছে। রোববার (২৪ মার্চ) সকালে সোনাসহ ওই ব্যক্তিকে আটক করে ঢাকা কাস্টম হাউস। কাস্টম হাউস কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তির নাম রুয়ান জিনফেং (৪৩)। জব্দ করা সোনার পরিমাণ ৫ দশমিক ৫৬ কেজি। এর আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৭৯ লাখ টাকা।
ঢাকা কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী জানান, রোববার সকাল আটটায় দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটের যাত্রী রুয়ান জিনফেংকে বোর্ডিং ব্রিজের কাছ থেকে অনুসরণ করে কাস্টম হাউসের একটি দল। গ্রিন চ্যানেল অতিক্রমের পর ওই ব্যক্তিকে শুল্ককর আরোপযোগ্য কোনো পণ্য আছে কি না, তা জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন। তার লাগেজগুলো স্ক্যানারে দেওয়া হলে ধাতব পদার্থ থাকার চিত্র পাওয়া যায়। পরে লাগেজে থাকা চার্জার লাইটের ব্যাটারি ভেঙে ১০ তোলা ওজনের মোট ৪৮টি সোনার বার পাওয়া যায়। এ ঘটনায় কাস্টমস অ্যাক্ট ১৯৬৯ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আসামিকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান অথেলো চৌধুরী।