November 29, 2024
জাতীয়

শাহজালালে সিঙ্গাপুরফেরত যাত্রীর কাছে সোয়া ১০ কেজি সোনা

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোয়া ১০ কেজি স্বর্ণসহ সিঙ্গাপুরফেরত এক যাত্রীকে আটক করেছেন ঢাকা কাস্টম হাউজের কর্মকর্তারা। আটক মো. আব্দুস সালামের (৪৮) বাড়ি গাজীপুরে। সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সোমবার রাত ১০টা ৪০ মিনিটে ঢাকায় নামেন তিনি।

ঢাকা কাস্টম হাউজের উপ কমিশনার অথেলো চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সালামকে বোর্ডিং ব্রিজ থেকে অনুসরণ করা হয়। গ্রিন চ্যানেল পার হওয়ার সময় জানতে চাওয়া হয় তার কাছে শুল্ক আরোপযোগ্য কোনো পণ্য আছে কি না।

সালাম তা অস্বীকার করলেও আর্চওয়ে পার হওয়ার সময় তার প্যান্টের নিচে ধাতব পদার্থ থাকার সংকেত পাওয়া যায়। পরে প্যান্টের বিভিন্ন অংশ থেকে লুকানো অবস্থায় সাদা টেপে মোড়ানো দুটি প্যাকেটে ১০৩টি সোনার বিস্কুট পাওয়া যায়।

অথেলো চৌধুরী বলেন, সালামের কাছ থেকে পাওয়া সোনার মোট ওজন ১০ কেজি ৩০০ গ্রাম; আনুমানিক বাজার মূল্য ৫ কোটি ১৫ লাখ টাকা। তিনি লিখিতভাবে জানিয়েছেন, ওই সোনা যাওয়ার কথা এইচ এম নুরুজ্জামান ওরফে জিকো নামের এক ব্যক্তির কাছে, যার বাড়ি ঢাকার খিলক্ষেতে। আটক যাত্রীর মোবাইলে জিকোর ছবি এবং পাসপোর্টের ছবিও পাওয়া গেছে। বিমানবন্দরে কর্মরত কোনো এক সংস্থার এক কর্মকর্তা ওই স্বর্ণ সালামের কাছ থেকে বুঝে নিয়ে জিকোর কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল।

অথেলো জানান, সালাম কেবল মে মাসেই পাঁচবার সিঙ্গাপুরে যাতায়ত করেছেন। এর আগেও বিমানবন্দরের ওই কর্মকর্তার মাধ্যমে স্বর্ণ হস্তান্তর করার কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তবে ওই কর্মকর্তার বিষয়ে বিশদ তথ্য এখনও তার কাছ থেকে পাওয়া যায়নি। সালামের বিরুদ্ধে কাস্টমস আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করে তাকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান উপ কমিশনার অথেলো চৌধুরী।

ময়মনসিংহে ট্রাকের চাপায় ইমামের মৃত্যু

দক্ষিণাঞ্চল ডেস্ক

ময়মনসিংহের নান্দাইলে ফজরের নামাজ পড়াতে মসজিদে যাওয়ার পথে ট্রাকের চাপায় এক ইমামের মৃত্যু হয়েছে। নিহত আব্দুল হালিম (৫৫) ছিলেন নান্দাইল থানা মসজিদের দ্বিতীয় ইমাম। সোমবার শেষ রাতে থানার মোড়ে প্রেসক্লাবের সামনে তিনি দুর্ঘটনায় পড়েন।

নান্দাইল থানার ওসি কামরুল ইসলাম মিয়া বলেন, মাওলানা হালিম সাইকেল চালিয়ে বাড়ি থেকে মসজিদে যাচ্ছিলেন। ফজরের নামাজের কিছুক্ষণ আগে রাস্তায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তার সাইকেলের ওপর উল্টে পড়ে। তাতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে পুলিশ ব্রিজের মোড় বাস স্ট্যান্ড থেকে ওই ট্রাকের হেলপারকে আটক করে বলে জানান ওসি।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *