শাহজালালে ইউএস বাংলার ফ্লাইটের জরুরি অবতরণ
দক্ষিণাঞ্চল ডেস্ক
কক্সবাজার ছেড়ে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে ঢাকার শাহজালাল বিমানবন্দরে, তবে যাত্রীরা সবাই নিরাপদেই নেমে এসেছে।
গতকাল দুপুর ২টার দিকে শাহজালাল বিমানবন্দরে ইউএস-বাংলার ফ্লাইটটি জরুরি অবতরণ করে বলে বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন। এটি কক্সবাজার থেকে আসছিল।
ইউএস-বাংলার জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, “কক্সবাজারের কন্ট্রোল রুম থেকে বলা হয়েছিল রানওয়েতে কী যেন পড়ে আছে। এয়ারক্রাফটে কোনো সমস্যা ধরা পড়েনি।
“ঢাকায় ল্যান্ড করার পর প্রায় শতাধিক যাত্রী নিরাপদে নেমে যান।”
এক বছর আগে নেপালের কাঠমান্ডুর বিমানবন্দরে ইউএস-বাংলার একটি বিমান বিধ্বস্ত হয়ে অর্ধ শতাধিক আরোহী নিহত হন, তার মধ্যে ২৭ জন ছিলেন বাংলাদেশি।
ওই দুর্ঘটনার বার্ষিকীর একদিন বাদেই বেসরকারি এয়ারলাইন্সটির একটি ফ্লাইটের্ জরুরি অবতরণের ঘটনা ঘটল।