শাসন-প্রশাসনে সুশাসন নিশ্চিত করার দাবিতে জাসদের স্মারকলিপি
খবর বিজ্ঞপ্তি
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ খুলনা জেলা ও মহানগর শাখা গতকাল বুধবার দুপুরে ১২টায় খুলনা জেলা প্রশাসক এর নিকট স্মারকরিপি প্রদান করে। স্মারকলিপি প্রদানকালিন উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খালিদ হোসেন, জাসদের খুলনা জেলা সভাপতি শেখ গোলাম মোর্তুজা, মহানগর সাধারন সম্পাদক আরিফুজ্জামনা মন্টু, নারী জোটের সভাপতি এড. রুনা লায়লা, রেহেনা বেগম, নাছিমা, নিলুফা ইয়াসমিন নিলু, জাসদ নেতা কবির হোসেন হাওলাদার, খালেক মুন্সি, চাঁন মিয়া, আগবর আলী সেখ, সুজিত মল্লিক, জাকির সেখ, বাচ্চু মিয়া, মোসারেফ হোসেন, নুরুল হক, ছাত্রনেতা সুমন তাজরিয়ানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।