January 5, 2025
আঞ্চলিক

শার্শায় বিজিবির গুলিতে একজন নিহত

দক্ষিণাঞ্চল ডেস্ক

যশোরের শার্শা উপজেলায় বিজিবির গুলিতে একজন নিহত হয়েছেন; যিনি মাদক বহন করছিলেন বলে বিজিবির ভাষ্য। বিজিবি ২১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল­াহ সরকার জানান, শনিবার ভোরে উপজেলার অগ্রভুলোট এলাকায় ‘মাদক বহনকারীদের বোমা হামলার পর’ বিজিবির গুলিতে ওই ব্যক্তি নিহত হন।  নিহত সুজন উপজেলার কাগজপুকুর গ্রামের মোস্তফা কামালের ছেলে।

বিজিবি কর্মকর্তা ইমরান বলেন, ১০-১২ জনের একটি দল ভারত থেকে ফেনসিডিল নিয়ে এসেছে এমন খবর পেয়ে বিজিবির টহলদল অভিযান চালায়। মাদক ব্যবসায়ীরা বিজিবি সদস্যদের লক্ষ করে কয়েকটি হাতবোমা নিক্ষেপ করে। বিজিবি আত্মরক্ষার্থে কয়েক রাউন্ড গুলি চালায়। বিজিবির গুলিতে সুজন নামে এক মাদক ব্যবসায়ী নিহত হন।

তিনি বলেন, বোমা হামলায় আকমল হোসেন নামে এক বিজিবি হাবিলদার আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য  হেলিকপ্টারে করে ঢাকায় পাঠানো হয়েছে।

ঘটনাস্থল থেকে ফেনসিডিল ও তিনটি হাতবোমা উদ্ধার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, বোমাগুলো নিষ্ক্রিয় করার জন্য র‌্যাবের বোমা ডিজপোজাল দল কাজ করছে। লাশ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *