শার্শায় ইটভাটাকে লাখ টাকা জরিমানা
দক্ষিণাঞ্চল ডেস্ক
যশোরের শার্শায় চারটি ইটভাটায় অভিযান চালিয়ে ১ লাখ ৮৪ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় শার্শা-জামতলা সড়কের দুই পাশের চারটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান নির্বাহী হাকিম খোরশেদ আলম চৌধুরী।
তিনি টাটা ব্রিকসের মালিক মিজানুর রহমানকে ৫০ হাজার টাকা, একে ব্রিকসের মালিক আকবার সরদারকে ২০ হাজার টাকা, বিশ্বাস ব্রিকসের মালিক তহিদুল ইসলামকে ৫০ হাজার টাকা, রিফা ব্রিকসের মালিক আব্দুল জব্বারকে ৬০ হাজার টাকা জরিমানা করেন।
এছাড়া ইটভাটার ট্রাকচালক শাহিনকে ৫০০ টাকা, ট্রাকচালক রাজুকে ২ হাজার টাকা, ট্রাকচালক শাহাজানকে ১ হাজার টাকা এবং ট্রাকচালক বাবুকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
খোরশেদ আলম বলেন, অভিযান কালে ইটভাটার মালিক ও ট্রাকচালকরা বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। ইটভাটাগুলোতে আগামী এক মাসের মধ্যে লাইসেন্স নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।