January 22, 2025
জাতীয়

শার্শায় অস্ত্র ও গুলিসহ আটক এক

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

যশোরের শার্শার চটকাপোতা গ্রামে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলিসহ লিটন হোসেন (৩৮) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার চটকাপোতা গ্রামের সানরাইজ নামের একটি ইট ভাটার সামনে থেকে তাকে আটক করা হয়। আটক লিটন হোসেন বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের মৃত আনছার আলী মোড়লের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে এক অস্ত্র ব্যবসায়ী শার্শার স্থানীয় চটকাপোতা গ্রামের সানরাইজ নামে একটি ইট ভাটার সামনে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে এসআই বাবুল আক্তার ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে লিটন হোসেনকে আটক করে। পরে লিটনের দেহ তল­াশি করে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয় । এ ব্যাপারে শার্শা থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এম মশিউর রহমান একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিকে মঙ্গলবার দুপুরে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে ।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *