শারীরিক সুস্থতার জন্য খেলাধুলার কোন বিকল্প নেই : সিটি মেয়র
তথ্য বিবরণী
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, শারীরিক সুস্থতার জন্য খেলাধুলার কোন বিকল্প নেই। বর্তমান সরকার শিক্ষার পাশাপাশি খেলাধুলার প্রতি সমান গুরুত্ব দিয়েছে। এজন্য বিভিন্ন স্থানে খেলার মাঠ তৈরি করছে সরকার।
তিনি গতকাল মঙ্গলবার বিকালে খুলনা জিলা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মেয়র বলেন, ক্রীড়ার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করা যায়। খেলাধুলায় হারজিত থাকবে, অংশগ্রহণই বড় কথা। একমাত্র ক্রীড়াই পারে শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে দূরে রাখতে। সরকার শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহ দিতে ২০১০ সালে বঙ্গবন্ধু গোল্ডকাপ এবং ২০১১ সাল থেকে বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট চালু করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ। খুলনা জিলা স্কুলের প্রধান শিক্ষক ফারহানা নাজ এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে মেয়র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
সকালে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন খুলনার ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার সুবাস চন্দ্র সাহা। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর শেখ হারুনর রশীদ। স্বাগত জানান জিলা স্কুলের প্রধান শিক্ষক ফারহানা নাজ।