শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কেসিসি মেয়রের শুভেচ্ছা বাণী
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এক বাণীতে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র
তালুকদার আব্দুল খালেক হিন্দু স¤প্রদায়ের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন
জানিয়েছেন। তিনি বলেন, আবহমানকাল থেকে সনাতন ধর্মালম্বীরা এ দেশে
ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে উৎসবমূখর পরিবেশে সার্ব্বজনীন
দুর্গোৎসব পালন করে আসছেন যা বিশ্বে সাম্প্রদায়িক স¤প্রীতির এক
অনন্য দৃষ্টান্ত হয়ে আছে।
শুভেচ্ছা বাণীতে কেসিসি মেয়র বলেন, বোধনের মাধ্যমে পশু শক্তির বিরুদ্ধে সত্য
ও ন্যায় প্রতিষ্ঠাই দুর্গা পূজার মূল সুর। তাই দুষ্টের দমনের পাশাপাশি
বিশ্বজনীন শান্তির প্রত্যাশায় দুর্গোৎসব পালিত হয়। তিনি বলেন,
দুর্গোৎসব প্রতি বছর আমাদের কাছে আনন্দ ও শান্তির বারতা বয়ে আনে।
শান্তির এই অমীয় ধারায় সৌহার্দের মেল বন্ধনে এ দেশে গড়ে উঠেছে অনন্য
সাম্প্রদায়িক সম্প্রীতি যা জাতি হিসেবে আমাদের করেছে গর্বিত।
দুর্গোৎসবের আনন্দ ও চেতনা সকলের মাঝে প্রীতি ও ভালোবাসা জাগ্রত
করুক, পারস্পারিক ঐক্যের বন্ধন হোক আরো সুদৃঢ়, অ¤øান হোক সুখ-
সমৃদ্ধি, অসত্য ও অসুন্দরের বিরুদ্ধে নিবেদিত হোক সকল প্রয়াস, সনাতন
ধর্মালম্বীদের আনন্দ উৎসবে সিটি মেয়র এ প্রত্যাশা ব্যক্ত করেন।