January 19, 2025
খেলাধুলা

শামীমের ঝড়ো ব্যাটিংয়ে শেষ ওভারে দুর্দান্ত জয় বাংলাদেশের

শেষ তিন ওভারে দরকার ছিল ৩৪ রান, হাতে মাত্র ৪ উইকেট। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে অনানুষ্ঠানিক দ্বিতীয় ওয়ানডেতে কঠিন পরীক্ষার মুখেই পড়ে গিয়েছিল বাংলাদেশ ইমার্জিং দল।

তবে শামীম পাটোয়ারির দুর্দান্ত ব্যাটিংয়ে শেষ ওভারে এসে জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। ৪ উইকেট আর ২ হাতে রেখেই আয়ারল্যান্ড উলভসকে হারিয়েছে বাংলাদেশ ইমার্জিং দল।

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেটি মাঝপথে বাতিল হয়েছিল আইরিশ একজন ক্রিকেটারের করোনা পজিটিভ হওয়ার খবরে। এই ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ ইমার্জিং দল।

লক্ষ্য ছিল ২৬৪ রানের। আইরিশ বোলাররা নিয়ন্ত্রিত বোলিংয়ে ম্যাচ জমিয়ে তুলেছিলেন। শেষ পর্যন্ত বোঝা যাচ্ছিল না, শেষ হাসি হাসবে কোন দল।

তবে চাপের মুখে দাঁড়িয়ে দুর্দান্ত এক ইনিংস খেলেছেন ছয় নম্বরে নামা শামীম হোসেন পাটোয়ারি। ৩৯ বলে ৩ চার আর ২ ছক্কায় ৫৩ রানে অপরাজিত থাকেন তিনি। এর মধ্যে ২টি ছক্কাই তিনি হাঁকিয়েছেন শেষ তিন ওভারে, সঙ্গে ছিল একটি বাউন্ডারি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *