December 27, 2024
জাতীয়

শাটল ট্রেন’ যাত্রা করছে ২৪ ফেব্র“য়ারি

দক্ষিণাঞ্চল ডেস্ক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনকে উপজীব্য করে গণঅর্থায়নে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শাটল ট্রেন’ মুক্তি পাচ্ছে ২৪ ফেব্র“য়ারি। ২৪-২৮ ফেব্র“য়ারি বিকেল ৩টা, ৫টা ও সন্ধ্যা ৭টায় এই চলচ্চিত্রটির প্রদর্শনীর আয়োজন করা হয়েছে ঢাকার শাহবাগের সুফিয়া কামাল গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে। এছাড়া চট্টগ্রামেও চলচ্চিত্রটির প্রদর্শনীর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের ৩৬তম ব্যাচের শিক্ষার্থী মোহসেনা ঝর্ণার ‘বহে সমান্তরাল’ গল্প অবলম্বনে নির্মিত হয়েছে এই চলচ্চিত্র। পরিচালনা করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ৩৪তম ব্যাচের সাবেক ছাত্র ও চলচ্চিত্র নির্মাতা প্রদীপ ঘোষ; প্রধান সহকারী পরিচালক হিসেবে আছেন নির্মাতা রিফাত মোস্তফা।
নির্মাতা জানান, বিশ্ববিদ্যালয়ের নৈসর্গিক সৌন্দর্য, প্রেম-ভালবাসা, বিচ্ছেদ ও শিক্ষাঙ্গনের নানান বৈচিত্র্য তুলে আনা হয়েছে এ চলচ্চিত্রে। এতে মোট আটটি মৌলিক গান রয়েছে। গানগুলোর কথা সুর এবং কণ্ঠ দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা; অভিনয়ও করছেন তারা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *