December 22, 2024
জাতীয়

শাজাহান খানের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা

দক্ষিণাঞ্চল ডেস্ক

মানহানির অভিযোগ তুলে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে পরিবহন শ্রমিকদের নেতা, সাবেক মন্ত্রী শাজাহান খানের বিরুদ্ধে মামলা করেছেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।

গতকাল বুধবার ঢাকার এক নম্বর যুগ্ম জেলা জজ উৎপল ভট্টাচার্যের আদালতে এই মামলা দায়ের হয়। এই মামলা করতে ৫৭ হাজার ৫০০ টাকার কোর্ট ফি দিতে হয়েছে এক সময়ের ব্যস্ততম চলচ্চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চনকে।

মামলার গ্রহণযোগ্যতার বিষয়ে পরে শুনানি হবে বলে জানিয়েছেন ইলিয়াস কাঞ্চনের আইনজীবী মো. রেজাউল করিম। আদালতের সেরেস্তাদার জাহাঙ্গীর আলম আলো বলেন, বৃহস্পতিবার মামলাটির গ্রহণযোগ্যতার প্রশ্নে শুনানি হবে। আদালত মামলাটি  শুনানির জন্য গ্রহণ করলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

কয়েক মাস আগে সরকার সড়ক পরিবহন আইন কঠোর করলে পরিবহন শ্রমিকদের তোপের মুখে পড়েন নিরাপদ সড়কের আন্দোলনে সক্রিয় ইলিয়াস কাঞ্চন। এর মধ্যেই গত ৮ ডিসেম্বর নারায়ণগঞ্জে এক অনুষ্ঠিানে কাঞ্চনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন তোলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজহান খান। তার পরিপ্রেক্ষিতেই মানহানির মামলাটি হয়েছে।

ওই অনুষ্ঠানে তিনি বলেছিলেন, ‘ইলিয়াস কাঞ্চন কোথা থেকে কত টাকা পান, কী উদ্দেশ্যে পান, সেখান থেকে কত টাকা নিজে নেন, পুত্রের নামে নেন, পুত্রবধূর নামে নেন, সেই হিসাবটা আমি জনসম্মুখে তুলে ধরব’। এই অনুষ্ঠানেই ইলিয়াস কাঞ্চনকে নিয়ে কথা বলেছিলেন শাজাহান খান।এই অনুষ্ঠানেই ইলিয়াস কাঞ্চনকে নিয়ে কথা বলেছিলেন শাজাহান খান।

মামলার আরজিতে বলা হয়েছে, ওই ‘মিথ্যা বক্তব্য’ প্রত্যাহারের জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল শাজাহান খানকে। কিন্তু তিনি বক্তব্য প্রত্যাহার কিংবা ক্ষমা প্রার্থনা করেননি।

অ্যাডভোকেট রেজাউল বলেন, ইলিয়াস কাঞ্চনকে নিরাপদ সড়ক চাই আন্দোলন থেকে সরিয়ে দেওয়ার অসৎ উদ্দেশ্যে মনগড়া, মানহানিকর বক্তব্য প্রদান করেছেন বিবাদী। ইলিয়াস কাঞ্চন তাকে ২৪ ঘণ্টার মধ্যে বক্তব্যের সপক্ষে প্রমাণ দিতে বলেছিলেন। কিন্তু প্রমাণ দিতে ব্যর্থ হওয়ায় এই মামলা করা হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়, শাজাহান খানের প্ররোচনায় গত ১৯ নভেম্বর বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ধর্মঘট ডেকে ইলিয়াস কাঞ্চনের ছবিতে জুতার মামলা পরিয়ে এবং তার কুশপুতুল পুড়িয়ে সামাজিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করে।

শাজাহান খানের বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা করতে গিয়ে ইলিয়াস কাঞ্চনকে আদালতে ৫৭ হাজার ৫০০ টাকা কোর্ট ফি দিতে হয়েছে। দেওয়ানি মামলায় বিষয় সম্পত্তির ক্ষেত্রে মূল্যমান এবং অর্থ সংক্রান্ত মামলার ক্ষেত্রে অর্থের পরিমাণের উপর নির্দিষ্ট হারে রাজস্ব দিতে হয়। সেই হিসেবে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবির এই মামলায় ইলিয়াস কাঞ্চনকে অর্ধ লক্ষাধিক টাকার কোর্ট ফি জমা দিতে হয়েছে।

 

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *