শহীদ সোহরাওয়ার্দী কলেজে স্বরস্বতী পূজা উদযাপিত
খবর বিজ্ঞপ্তি
আজ খুলনা শহীদ সোহারওয়ার্দী কলেজ বিপুল উৎসাহ উদ্দীপণার মধ্য দিয়ে ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে শ্রীশ্রী স্বরস্বতী পূজা অর্চণা উদযাপিত হয়। পূজা পরিচালনা করেন পুরোহিত শিমুল চক্রবর্তী। এ উপলক্ষে কলেজ অধ্যক্ষ বাবু মাধব চন্দ্র রায়ের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন অধ্যাপক মীরা পোদ্দার, অনামিকা রায়, দিপংকর কুুন্ডু, সুরোজিৎ মন্ডল, অচর্ণা মন্ডল প্রমুখ। পরে মায়ের অঞ্জলী প্রদান ও প্রসাদ বিতরণ হয়।