শহীদ সোহরাওয়ার্দী কলেজে গণহত্যা দিবস পালিত
গতকাল সোমবার খুলনা শহীদ সোহরাওয়ার্দী কলেজেযথাযথ মর্যাদায় ও ভাবগম্ভীর পরিবেশে গণহত্যা দিবস পালিত হয়। ২৫ মার্চ কালোরাত্রিতে পাক হানাদার বাহিনীর হাতে নিহত শহীদদের স্মরণ করে এক মিনিট নীরবতা ও দোয়া করা হয়।
কলেজের অধ্যাপক শেখ দিদরুল আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মিনু মমতাজ, আবুল কাশেম, শাহিদুর রহমান, আইয়ূব আলী, মাকসুদা আক্তার, ইমরান হোসেন, রায়হান উদ্দীন, জয়দেব মৃধা প্রমুখ। দোয়া পরিচালনা করেন অধ্যাপক ড. নাঈমুল ইসলাম।