শহীদ মিনারে অশ্লীল নাচ-গানের অভিযোগে তদন্ত কমিটি
দক্ষিণাঞ্চল ডেস্ক
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় শহীদ মিনার চত্বরে অশ্লীল নাচ-গানের অভিযোগে তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর রহমান জানান, বৃহস্পতিবার রাতে শহীদ মিনারে ‘মেয়র নাইট’ নামে অনুষ্ঠান আয়োজন করেন কলাপাড়া পৌরমেয়র বিপুল হালদার। ওই অনুষ্ঠানে অশ্লীল নাচ-গানের অভিযোগ উঠলে তা তদন্তের জন্য এই কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে হিন্দি গানের সঙ্গে এক তরুণী নৃত্য পরিবেশন করেন। সেখানে অশ্লীলতার অভিযোগ তুলে আলোচনা হয় ফেইসবুকে।
ইউএনও তানভীর বলেন, এ ঘটনায় জেলা প্রশাসকের নির্দেশে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী মঙ্গলবারের মধ্যে প্রতিবেদন দেবে। তারপর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে মেয়র বিপুল হালদারের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাড়া দেননি।