শহীদ আবু সুফিয়ানের শাহাদাৎ বার্ষিকী পালন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
বীর মুক্তিযোদ্ধা ও শ্রমিক নেতা শহীদ অধ্যাপক আবু সুফিয়ানের (বীর প্রতীক) ৪৭ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে শহীদ আবু সুফিয়ান বীর প্রতিক স্মৃতি সংসদের উদ্যোগে গতকাল রবিবার ফুলবাড়ীগেট আওয়ামী লীগ কার্যালয় দিনব্যাপী কোরআনখানি, দোয়া মাহফিল, কাঙ্গালীভোজ অনুষ্ঠিত হয়।
স্মৃতি সংসদের সভাপতি মোঃ জহিরুল ইসলাম পান্নুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ সোয়েব আলীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানা যুবলীগের আহŸায়ক মোঃ সাজ্জাদুর রহমান লিংকন। বিশেষ অতিথি ৩৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ ইউসুফ আলী খলিফা, ২নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মোঃ শাকিল আহম্মেদ, এফএম জাহিদ হাসান জাকির, মোড়ল হাবিবুর রহমান, লিয়াকত মুন্সি, শেখ আব্দুর রাজ্জাক, আবুল কালাম আজাদ, আবু হেনা বাবলু, সাইফুল ইসলাম বাবু, মিজানুর রহমান রুপম, রবিউল ইসলাম, জাহিদুর রহমান বাবু, ইসমাইল হোসেন ইমন, ওলিয়ার রহমান রাজু, সেকেন্দার আলী প্রমুখ। সন্ধায় কেসিসি ২নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ফুলবাড়ীগেট দলীয় কার্যালয় এক দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এর আগে রাত ১২টা ১ মিনিটে দৌলতপুর মহসিন মোড়ে বীর মুক্তিযোদ্ধা ও শ্রমিক নেতা শহীদ অধ্যাপক আবু সুফিয়ানের (বীর প্রতীক) স্মৃতি স্তম্ভে খানজাহান আলী থানা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, অটোরিক্সা শ্রমিকলীগ, সড়কপরিবহন শ্রমিকলীগ ৭১ ঘাতক দালাল নির্মূল কমিটি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন।