শহরের পানির প্রতিবন্ধকতা মোকাবেলা : কর্মশালা রবিবার
খুলনা শহরের পানির প্রতিবন্ধকতা মোকাবেলা করার লক্ষ্যে উদ্ভাবনী এবং অন্তর্ভুক্তিকরণ উপায়ের জন্য ‘‘ওয়াটার এ্যাজ লিভারেজ ফর রিজিলিয়েন্স সিটিস এশিয়া’’ প্রোগ্রামের ৩য় কর্মশালা আজ রবিবার সকাল ৯টায় নগরীর হোটেল সিটি ইন-এ অনুষ্ঠিত হবে।
কর্মশালায় প্রধান অতিথি থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এবং বিশেষ অতিথি থাকবেন কেডিএ’র চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল মাহমুদ হাসান, খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুল্লাহ পিইঞ্চ, জেলা প্রশাসক হেলাল হোসেন ও আন্তর্জাতিক পানি বিষয়ক বিশেষজ্ঞ হেনক ওভিনক।