শরীরে জ্বর থাকায় বৈঠকে ঢুকতে দেওয়া হয়নি মন্ত্রী-সচিবকে
দেশে দ্রুত করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে। এ পরিস্থিতিতে চারপাশে আতঙ্ক বিরাজ করছে। এরই মাঝে করোনা প্রতিরোধে সাবধানতার অংশ হিসেবে গায়ে জ্বর থাকায় জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠকে এক মন্ত্রী ও এক সচিবকে প্রবেশ করতে দেওয়া হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই বৈঠকে সভাপতিত্ব করেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
ভয়েস অব আমেরিকা বাংলার এক প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠকে একজন মন্ত্রী ও একজন সচিবকে প্রবেশ করতে দেওয়া হয়নি। এসময় স্ক্রিনিংয়ে তাদের শরীরে জ্বর ধরা পড়ে।
বাংলাদেশে করোনায় এ পর্যন্ত ১৮ জনকে শনাক্ত করা হয়েছে। এদের বেশিরভাগই ফরিদপুর ও মাদারীপুরের বলে জানিয়েছে কর্তৃপক্ষ। করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে এরই মধ্যে একজনের মৃত্যুর ঘটনাও ঘটেছে। সবমিলিয়ে চারদিকে উদ্বেগ, উৎকণ্ঠা বিরাজ করছে।