শরীফ আঃ হান্নানের মৃত্যুবার্ষিকীতে আ’লীগের স্মরণ সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শরীফ আব্দুল হান্নান এর ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল করেছে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ।
গতকাল শনিবার মাগরিব বাদ দলীয় কার্যালয়ে খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে ও খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানার পরিচালনায় সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মো. আশরাফুল ইসলাম, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, মো. জাহাঙ্গীর আলম খান, মো. জোবায়ের আহমেদ খান জবা, ফেরদৌস আলম চান ফরাজী, সফিকুর রহমান পলাশ, মো. মোতালেব হোসেন, রনজিৎ কুমার ঘোষ, শেখ ফারুক হাসান হিটলু, আসাদুজ্জামান রাসেল, মো. আব্দুল হাই পলাশ, মো. সিহাবুজ্জামান সিহাব, এমরানুল হক বাবু, মাহামুদুল হাসান শাওন, জহির আব্বাস, মো. মাহামুদুল হাসান সুজন, আব্দুস সালাম, আব্দুল কাদির সৈকত সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।