November 23, 2024
আন্তর্জাতিক

শপথ গ্রহণের পরই করোনা মোকাবিলায় জোর দেবেন বাইডেন

শপথ গ্রহণের পরেই করোনা মোকাবেলায় জোর দেবেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, শপথ গ্রহণের পর মহামারি ঠেকাতে চেষ্টার কোনা ত্রুটি করবো না।

সবোর্চ্চ চেষ্টা করে করোনা মহামারি মোকাবেলা করা হবে।

সোমবার (৯ নভেম্বর) ডেলাওয়ার ডেলাওয়ার অঙ্গরাজ্যের উইলিংটন শহরে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে একথা বলেন। আর্ন্তজাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদনে এতথ্য জানানো হয়।

জো বাইডেন বলেন, করোনাভাইরাস ভ্যাকসিন অনুমোদন প্রক্রিয়া অবশ্যই বৈজ্ঞানিক গাইডলাইন অনুযায়ী দেওয়া হবে। যাতে এটি নিরাপদ ও কার্যকর হয়, জনগণ আস্থা রাখতে পারে।

নবনির্বাচিত প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র এখনও করোনা পরিস্থিতি মোকাবেলা করছে। শীতকালে সেই পরিস্থিতি আরও অবনতি হতে পার। ভ্যাকসিন এই মাসেও পর্যাপ্ত পাওয়া যেতে না পারে। তিনি বলেন, আমি আপনাতের অনুরোধ করছি, মাস্ক পরিধান করুন। এটি আপনার নিজের জন্য করুন, আপনার প্রতিবেশির জন্য করুন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *