শতাব্দী সেরা দ্বিতীয় ওয়ানডে ক্রিকেটার সাকিব, টেস্টে ষষ্ঠ
একুশ শতাব্দীর সেরা কিংবা মূল্যবান ক্রিকেটার ‘মোস্ট ভ্যালুয়েবেল প্লেয়ার’ (এমভিপি) নির্বাচন করেছে ক্রিকেট সাময়িকী উইজডেন ক্রিকেট মান্থলি। শতাব্দীর সেরা টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটার নির্বাচন করেছে বিখ্যাত এই ক্রিকেট সাময়িকী। এই সেরাদের তালিকায় ওয়ানডেতে দ্বিতীয় ও টেস্টে ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে টি-টোয়েন্টিতে সেরা বিশে জায়গা হয়নি এই টাইগার অলরাউন্ডারের।
উইজডেন ক্রিকেট মান্থলির টেস্টে সেরা ক্রিকেটার হয়েছেন শ্রীলঙ্কার স্পিন লিজেন্ড মুত্তিয়া মুরালিধরন। ওয়ানডেতে ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ সেরা মূল্যবান ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। অন্যদিকে টি-টোয়েন্টিতে সেই জায়গাটা নিয়েছেন আফগান লেগ স্পিনার রশিদ খান।
উইজডেন ক্রিকেট মান্থলির জুলাই মাসের প্রকাশিত সংখ্যায় এই সেরা ক্রিকেটারের তালিকা প্রকাশ করা হয়েছে।
টেস্টের সেরা ১০ (এমভিপি পয়েন্ট)
১. মুত্তিয়া মুরালিধরন, শ্রীলঙ্কা (৯৭.৫)
২. রবীন্দ্র জাদেজা, ভারত (৯৭.৩)
৩. স্টিভ স্মিথ, অস্ট্রেলিয়া (৯১.৭)
৪. গ্লেন ম্যাকগ্রা, অস্ট্রেলিয়া (৮৯.৬)
৫. শন পোলক, দক্ষিণ আফ্রিকা (৮৪.৯)
৬. সাকিব আল হাসান, বাংলাদেশ (৮৪.২)
৭. জ্যাক ক্যালিস, দক্ষিণ আফ্রিকা (৮৩.৯)
৮. রবিচন্দ্রন অশ্বিন, ভারত (৮৩.৯)
৯. প্যাট কমিন্স, অস্ট্রেলিয়া (৮৩.৩)
১০. শেন ওয়ার্ন, অস্ট্রেলিয়া (৮১.০২)
ওয়ানডের সেরা ১০
১. অ্যান্ড্রু ফ্লিনটফ, ইংল্যান্ড (২১.৩)
২. সাকিব আল হাসান, বাংলাদেশ (২০.৮)
৩. গ্লেন ম্যাকগ্রা, অস্ট্রেলিয়া (২০.৬)
৪. এবি ডি ভিলিয়ার্স, দক্ষিণ আফ্রিকা (২০.৪)
৫. কেন উইলিয়ামস, নিউজিল্যান্ড (১৯.১)
৬. বিরাট কোহলি, ভারত (১৮.৯)
৭. শন পোলক, দক্ষিণ আফ্রিকা, (১৭.১)
৮. হাশিম আমলা, দক্ষিণ আফ্রিকা (১৭.১)
৯. নাথান ব্র্যাকেন, অস্ট্রেলিয়া (১৭.০)
১০. জ্যাক ক্যালিস, দক্ষিণ আফ্রিকা (১৬.৯)
টি-টোয়েন্টির সেরা ১০
১. রশিদ খান, আফগানিস্তান (৭.১)
২. যশপ্রীত বুমরা, ভারত (৬.৭)
৩. ডেভিড ওয়ার্নার, অস্ট্রেলিয়া (৬.২)
৪. সুনীল নারাইন, ওয়েস্ট ইন্ডিজ (৬.২)
৫. এবি ডি ভিলিয়ার্স, দক্ষিণ আফ্রিকা (৫.৭)
৬. ক্রিস গেইল, ওয়েস্ট ইন্ডিজ (৫.৬)
৭. এভিন লুইস, ওয়েস্ট ইন্ডিজ (৫.৫)
৮. লাসিথ মালিঙ্গা, শ্রীলঙ্কা (৫.২)
৯. ওয়াহাব রিয়াজ, পাকিস্তান (৫.০)
১০. কুইন্টন ডি কক, দক্ষিণ আফ্রিকা (৫.০)