January 21, 2025
আঞ্চলিক

শঙ্খ মার্কেট দোকান মালিক সমিতির দোয়া

খবর বিজ্ঞপ্তি

শামীম স্কয়ার (শঙ্খ) মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি ২৭নং ওয়ার্ড কাউন্সিলর কেসিসি ও আওয়ামীলীগ নেতা জেড এ মাহমুদ ডন গত ৪ জানুয়ারী রাতে হঠাৎ অসুস্থ হওয়ায় তাৎখনিক তাকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে বর্তি করা হয়। খবর পেয়ে এলাকা, মার্কেট, দলীয় লোকজন ছুটে যান হাসপাতালে। তার সুবাকাঙ্খিরা তার চিকিৎসার খোঁজ খবর নেন।

দোকান মালিক সমিতির সভাপতি দ্রæত সুস্থতা কামনা করে গতকাল বাদ জোহর মার্কেট কমিটির পক্ষ থেকে আজমিরী জামে মাস্জিদে তার সুস্থতা কামনা করে এক দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন মাস্জিদের সানি ইমাম মোঃ শায়েক ইসলাম। তার দ্রুত সুস্থতা কামনা করে মার্কেট পরিচালনা কমিটিসহ দোকানদার ও মুসল্লিগণ এই দোয়ায় শরিক হন। সকলে আশা করেন মার্কেট কমিটির সভাপতি জেড এ মাহমুদ ডন দ্রæত সুস্থ হয়ে আগের মত এলাকা ও মার্কেটের সেবায় নিয়জিত হবেন।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *