শঙ্খ মাকের্ট দোকান মালিক সমিতির নেতৃত্বে ডন ও কচি
খবর বিজ্ঞপ্তি
গতকাল বৃহস্পতিবার সকালে শামীম স্কয়ার (শঙ্খ) মাকের্ট দোকান মালিক সমিতির ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মালিক সমিতির সভাপতি জেড এ মাহমুদ ডন। সভা পরিচালনা করেন রণজিৎ কুমার ঘোষ। এ সময় আরও উপস্থিত ছিলেন হারুনুর রশীদ, মোঃ মোসলেম আলী, আবু তাহের, আনোয়ার হোসেন, এবিএম হাফিজুর রহমান, বাবুল হোসেন, মানিক বাবুসহ দোকান মালিক সমিতির শতাধিক সদস্য।
বক্তাদের বক্তব্য শেষে সভাপতি সকলকে ধন্যবাদ দিয়ে সভায় উপস্থিত সদস্যদের আগামী তিন বছরের জন্য কমিটি করার প্রস্তাব দেন।
তখন সাবেক সাধারণ সম্পাদক এবিএম হাফিজুর রহমান প্রস্তাবিত মোঃ মোসলেম আলী প্রস্তাবিত একটি মাত্র প্যানেল জমা পরায় অন্য কোন প্যানেল না আসায় সাবেক সাধারণ সম্পাদক জেড এ মাহমুদ ডনকে সভাপতি ও আব্দুল মান্নান খান, হাফেজ মোঃ শামীম, রনজিৎ কুমার ঘোষকে সহ-সভাপতি, নেয়ামুল হোসেন কচিকে সাধারণ সম্পাদক, মোঃ সাহাবুদ্দিন সাবুকে সহ-সাধারণ সম্পাদক, অরুন কুমার সাহকে কোষাধ্যক্ষ, আব্দুল গফফার মোড়লকে সাংগঠনিক সম্পাদক, গোপাল দাস রাজুকে দপ্তর সম্পাদক, মোঃ ফারুক হোসেনকে প্রচার সম্পাদক, মোঃ সংগ্রাম খানকে সাংস্কৃতিক সম্পাদক, মোঃ কামাল হোসেন, মোঃ সাহবুব হোসেন, মোঃ ফায়কুজ্জামান, মোঃ হুমায়ুন কবিরকে সদস্য করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।
এ সময় উপস্থিত সকল দোকান মালিক সদস্য ও উপস্থিত সকলে হাত উঠিয়ে এই প্রস্তাবিত কমিটিকে আগামী তিন বছরের জন্য সমর্থন জানান। সভায় আর আলোচ্য বিষয় না থাকায় সভাপতি সকলকে ধন্যবাদ দিয়ে সভা শেষ করে দেন।