January 19, 2025
খেলাধুলা

শঙ্কা কাটিয়ে এশিয়ান চ্যাম্পিয়নশিপে খেলতে গেলেন জিয়ারুল-মনিরা

দেশে দ্বিতীয় দফা লকডাউন ও আন্তর্জাতিক ফ্লাইটে সরকারি বিধিনিষেধ আরোপের পর বলতে গেলে এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নেয়ার আশা ছেড়েই দিয়েছিলেন দুই ভারোত্তক জিয়ারুল ইসলাম ও মনিরা কাজী।

২৮ এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইটের নিষেধাজ্ঞা, এদিকে জিয়ারুল-মনিরার ফ্লাইট নির্ধারিত ছিল ২২ এপ্রিল। কিভাবে যাওয়া সম্ভব? ভাগ্য ভালোই বলতে হবে তাদের, শেষ পর্যন্ত বিশেষ ব্যবস্থায় উজবেকিস্তান যেতে পারছেন এই দুই ভারোত্তলক।

আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তাসখন্দের উদ্দেশ্যে যাত্রা করেছেন জিয়ারুল-মনিরা। দুবাই হয়ে ২৩ এপ্রিল সকালে তাসখন্দে পৌঁছাবেন তারা। ওদিনই মনিরা কাজীর ইভেন্ট আছে, জিয়ারুলের ইভেন্ট তার পরের দিন।

এই আসরে অংশ নেয়ার কথা ছিল দেশসেরা ভারোত্তলক মাবিয়া সীমান্তরও। জিয়ারুল-মনিরার ব্যবস্থা হলেও তাকে হতাশা নিয়ে দেশেই থাকতে হচ্ছে। কেননা তার ইভেন্ট শেষ হয়ে গেছে ২১ এপ্রিলই।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *