শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। রাজধানী টোকিওর কাছে ভূমিকম্পটি আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬। স্থানীয় সময় শনিবার সকালে ভূমিকম্পটি আঘাত হানে।
ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল টোকিও থেকে ৪০৭ কিলোমিটার উত্তর-উত্তরপূর্বে। স্থানীয় সময় শনিবার সকাল ৮টা ১৪ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির গভীরতা ছিল ৪৭ কিলোমিটার।
জাপান ভূমিকম্প প্রবণ দেশ। সে কারণে প্রায়ই সেখানে মাঝারি থেকে তীব্র বা শক্তিশালী বিভিন্ন মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এদিকে, শনিবার সকাল ১১টা ৪৪ মিনিটে মিয়াগি উপকূলীয় শহরে আরও একটি ভূমিকম্প আঘাত হেনেছে।
রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ১। তবে ওই ভূমিকম্প থেকে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। মাত্র কয়েকদিন আগেই জাপানের উপকূলে ঘূর্ণিঝড় হেইশেন আঘাত হেনেছে। দক্ষিণ কায়সু দ্বীপে আছড়ে পড়ে হেইশেন। ওই ঝড়ের কারণে ৭০ লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়।
এর আগে মেসাক নামে আরও একটি ঘূর্ণিঝড় তাণ্ডব চালিয়েছে জাপানে। ঘূর্ণিঝড়ের কারণে দেশটির কারখানা, বিদ্যালয় ও ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। বিমান পরিষেবা ও ট্রেনসেবাও বন্ধ ছিল।