লোহাগড়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি ঃ নড়াইলের লোহাগড়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১৯ আগষ্ট) সকাল ১১ টায় লক্ষীপাশা শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দির চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে মন্দির পরিচালনা পর্ষদ আয়োজিত নাট মন্দির চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জুড়োন ঘোষ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ রায় দীপন, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হেনা মিলন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু মৃত্যুন্জয় দাস, লক্ষীপাশা শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দির পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক সিব প্রসাদ ভট্টাচার্য, সহসম্পাদক প্রভাষক রুপক মুখার্জি, কোষাধ্যক্ষ তপন বিশ্বাস, পৌর কমিশনার বিশ্বনাথ দাস ভুন্ডুল, কাজল পাল, আমল পাল, ওয়াসিম প্রমুখ।