লোভের আগুনে পুড়ে আর প্রাণহানি নয় : তথ্যমন্ত্রী
দক্ষিণাঞ্চল ডেস্ক
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মানুষের লোভের আগুনে পুড়ে আর যেন নিরীহ মানুষের মৃত্যু না ঘটে, আর প্রাণহানি নয়। তিনি বলেন, ‘বনানীর যে ভবনে আগুন লেগেছিল, তার মালিকের লোভের আগুনে পুড়ে হতাহত হয়েছে নিরীহ মানুষ। এর পুনরাবৃত্তি যেন না হয়, সেই বিষয়ে সতর্ক থাকতে হবে।’
গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে ওয়ার্ল্ড কমিউনিকেটরস কাউন্সিল (ডব্লিউসিসি)-বাংলাদেশ চ্যাপ্টারের উদ্বোধনী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী অগ্নিকাণ্ডে নিহতদের প্রতি গভীর শোক ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং এ দুর্ঘটনার কারণ ও পুনরাবৃত্তি রোধের দিকে দৃষ্টিপাত করেন। এসময় তিনি বলেন, ‘অনুসন্ধানে দেখা গেছে, ভবনটি নির্মাণ বিধি (বিল্ডিং কোড) অনুসরণ করে নির্মিত নয়। অনুমোদনবিহীন বেশি তলা নির্মিত এ ভবনে বিধিমোতাবেক অগ্নিনির্বাপণ ব্যবস্থাও ছিল না।’
ওয়ার্ল্ড কমিউনিকেটরস কাউন্সিল-বাংলাদেশ চ্যাপ্টারের নির্বাহী কমিটির সভাপতি এএসএম আসাদুজ্জামানের সভাপতিত্বে অধ্যাপক ড. গোলাম রহমান এবং পাবলিক রিলেশনস কাউন্সিল অফ ইন্ডিয়া (পিআরসিআই)-এর চিফ মেন্টর ও চেয়ারম্যান এমেরিটাস এমবি জয়রাম বিশেষ অতিথি হিসেবে এবং পিআরসিআই’র গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান বিএন কুমার, ন্যাশনাল ভাইস-প্রেসিডেন্ট অধ্যাপক বিকে সাহু এবং কলকাতা চ্যাপ্টারের চেয়ারম্যান বিশ্বজিৎ দাস অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন।