লোনাপানি কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তাকে বিদায়ী সংবর্ধনা
পাইকগাছা প্রতিনিধি
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্র পাইকগাছার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আলহাজ্ব ড. সৈয়দ লুৎফর রহমানের বদলি জনিত বিদায়ী অনুষ্ঠান রোববার বিকালে কেন্দ্রের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা দেবাশীষ মন্ডলের সঞ্চালনায় বিদায়ী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নিলুফা বেগম, ড. মোঃ লতিফুল ইসলাম, উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা শরিফুল ইসলাম রুবেল, বৈজ্ঞানিক কর্মকর্তা মোল্ল্যা এমএনএস মামুন সিদ্দিকী, মিজানুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মোঃ মকবুল হোসেন, ক্ষেত্র সহকারী খন্দকার সাকির হোসেন, সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, ইমাম মাওঃ রইসুল ইসলাম ও মোঃ মামুন। অনুষ্ঠানে কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা সৈয়দ লুৎফর রহমানকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। উল্লেখ্য, বিদায়ী মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তাকে ময়মনসিংহ সদর দপ্তরে বদলি করা হয়েছে।