লোকজের উদ্যোগে লোকয়ত কৃষি প্রশিক্ষণ শুরু
খবর বিজ্ঞপ্তি
স্থায়ীত্বশীল স্থানীয় কৃষির উন্নয়ন ও সম্প্রসারণের লক্ষ্যে লোকজ পরিচালিত কৃষক নেতৃত্বে কৃষি উন্নয়ন প্রকল্পের কৃষকদের অংশগ্রহণে বটিয়াঘাটায় শুরু হলো লোকায়ত কৃষির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। মিজরিও-জার্মানী আর্থিক সহায়তায় লোকজের আয়োজনে গতকাল রবিবার কাতিয়ানাংলা লোকজ সভা কক্ষে প্রশিক্ষণটি শুরু হয়।
প্রশিক্ষণটির উদ্বোধন ঘোষণা করে বক্তব্য রাখেন লোকজের নির্বাহী পরিচালক দেবপ্রসাদ সরকার। প্রথম দিনের প্রশিক্ষণে লোকায়ত কৃষিতে স্থানীয় কৃষি, কৃষক নেতৃত্বে কৃষি এবং ভেষজ উদ্ভিদ ও গুনাগুন বিষয়ক আলোচনার করে সহায়কের ভূমিকা পালন করেন কবিরাজ মো: আউযুব আলী হালদার ও লোকজের সনম্বয়কারী পলাশ দাশ। এছাড়া ভার্মি কম্পোস্ট তৈরির পদ্ধতি এবং জৈব বালাইনাশক তৈরি ও ব্যবহার বিধি সম্পর্কে আলোচনায় সহায়কের ভূমিকা পালন করেন কৃষক বাসুদেব মণ্ডল, খোকন রায়। প্রশিক্ষণটিতে বটিয়াঘাটার ৪টি ইউনিয়নের ২৫টি কৃষকদলের ২৫ জন কৃষক অংশগ্রহণ করছেন।