January 20, 2025
খেলাধুলা

লেভান্ডভস্কির হ্যাটট্রিকে বড় জয় পেল বায়ার্ন

গত মৌসুমের ধারাবাহিকতা এবারও ধরে রেখেছেন রবার্ট লেভান্ডভস্কি। এবার তার হ্যাটট্রিকে জার্মান বুন্দেসলিগার ম্যাচে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ।

শনিবার ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় লেভার হ্যাটট্রিকের পাশাপাশি একটি করে গোল করেন লেরয় সানে ও জামাল মুসিয়ালা।

ম্যাচের ১০ম মিনিটে লিড নেয় বায়ার্ন। কিংসলে কোমানের পাস থেকে গোর করেন লেভান্ডভস্কি। পরে ২৬তম মিনিটে জশুয়া কিমিচের কর্নার থেকে হেডে ব্যবধান দ্বিগুণ করেন এই পোলিশ স্ট্রাইকার।

দ্বিতীয়ার্ধেই হ্যাটট্রিক পূর্ণ করেন লেভান্ডভস্কি। ৬০তম মিনিটে দগলাস কস্তার পাস থেকে আসরে নিজের দশম গোল করেন তিনি।

৭২ মিনিটে সানে কিছুটা এগিয়ে দূরপাল্লার কোনাকুনি শটে ব্যবধান ৪-০ করেন। নির্ধারিত সময়ের শেষ মিনিটে জামালের গোলে ব্যবধান আরও বাড়ায় বায়ার্ন।

লিগে পাঁচ ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বায়ার্ন। একই সময়ে অন্য ম্যাচে হের্টাকে ২-১ গোলে হারানো লাইপজিগ এক পয়েন্ট বেশি নিয়ে আছে শীর্ষে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *